লন্ডন ভ্রমণে ব্যস্ত সারা আলি খান। শেয়ার করলেন একগুচ্ছ ছবি। লন্ডন সফরে সারার সঙ্গী তাঁর মা, অভিনেত্রী অমৃতা সিংহ। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ভিলেনস ইন ভিলায়ত'। ছবি দেখেই স্পষ্ট আনন্দে বেশ ছুটির মেজাজে দিন কাটাচ্ছেন অভিনেত্রী। নানা ধরনের রঙিন পোশাকে ঝলমল করতে দেখা গেল সারাকে। বেগুনি রঙের পোশাকের সঙ্গে নিলেন বেগুনি পার্স ও বেগুনি ফ্রেমের সানগ্লাস। কোনও ছবিতে দেখা গেল কালো রঙের হুডি পরেছেন। তাতে রঙিন হার্ট মোটিফ করা। সঙ্গে অবশ্যই নীল রঙের ভাইব্র্যান্ট নীল টাইটস ও সাদা জুতো পরেছিলেন। চোখে তাঁর কালো রোদচশমা। তবে তাও হার্ট শেপের গ্লাস। সারা ও অমৃতার ছবি দেখে আপনারও ঘুরতে যেতে ইচ্ছা করতে পারে।