সারাবছর শরীরচর্চা, নিয়মে বাঁধা জীবন। তবে পুজোর সময়টা সব নিয়মকে থোড়াই কেয়ার মিমি চক্রবর্তীর পুজো মানেই পরিবার, বন্ধুদের সঙ্গে আড্ডা আর মায়ের মণ্ডপেই থাকতে ভালবাসেন মিমি। পুজোর সময় মিমির পাতে পোলাও অবশ্যই থাকবেই, সঙ্গে আলুর দম। একসময় আমিষ খেতেন মিমি, তখন পাতে থাকত পোলাও আর পাঁঠার মাংস। কাঞ্জিভরম বেনারসি শাড়ি আর ভারি গয়না পরে অঞ্জলি দেওয়াটা মিমি প্রত্যেক বছরের নিয়ম। সকালে জলখাবারে মিমির পছন্দ লুচি-তরকারি আর রসগোল্লার রস! মিষ্টি ভীষণ পছন্দ তাঁর। পুজোর সময় মিষ্টি-প্রিয় মিমির তিনবেলা মিষ্টি চাইই চাই। তিনি নাকি বলেন, 'মা আমি খাচ্ছি, তুমি দেখে নিও।' পুজোর সময় ঢাক বাজানো আর ধুনচি নাচটাও মিমির নিয়মের মধ্যেই পড়ে। নবমীর দিন মিমির বাড়িতে বন্ধুরা আসেন, আড্ডা হয়। অনেকে বাড়িতে হাজিরও হয়ে যান মিমি। সামনেই ছবি মুক্তি, কাজের চাপে এখনও কেনাকাটি হয়নি মিমির!