নিজে রোজগার করেন, নিজের মতোই বাঁচেন পোশাক, সাজগোজও করেন নিজের মর্জি অনুযায়ীই উরফি জাভেদের সাজগোজ যদিও অনেকেরই অদ্ভূত লাগে কিন্তু কারও ধার ধারেন না বলিউডের সাহসিনী এবার 'অশ্রুসজল' পোশাক পরে হাজির হলেন তিনি ঠিক কী পরেছেন উরফি, তা বুঝতে পারেননি অনেকেই ধোঁয়াশা জিইয়ে রেখেছেন উরফি নিজেও নিজের মতো করে কল্পনার সুযোগ দিয়েছেন সকলকে যদিও নিন্দুকদের দাবি, পোশাকই কেঁদে ভাসাচ্ছে বলছেন, উরফির সাজ দেখে পোশাক চোখের জল ধরে রাখতে পারেনি