Areca Palm- এই গাছ ঘরে আখলে ঘর ঠান্ডা থাকার পাশাপাশি ঘরের ভিতরের বাতাস পরিশুদ্ধ থাকবে।

Areca Palm- এই গাছ আসলে ডিহিউমিডিফায়ার নামে পরিচিত, যার সাহায্যে আশপাশের বাতাস শুদ্ধ থাকে।

ঘর ঠান্ডা রাখার জন্য ইন্ডোর প্ল্যান্ট হিসেবে রাখতে পারেন স্নেক প্ল্যান্ট।

স্নেক প্ল্যান্টের মধ্যে জলীয় উপাদানের পরিমাণ বেশি। এই গাছ বাতাসে ঠান্ডা বাষ্প প্রদান করে। ফলে ঠান্ডা থাকে আবহাওয়া।



Weeping Fig- এই গাছের আর একটি নাম Ficus Tree। ছোট পাত্রের মধ্যেই ভালভাবে বাড়তে পারে এই গাছ। তাই ঘরে রাখা যায় অনায়াসে।

Weeping Fig- এই গাছ কিছুটা ডালপালা ছড়িয়ে বৃদ্ধি পায়। এই গাছের ট্রান্সপিরেশন রেট বেশি হওয়ায় আবহাওয়া ঠান্ডা রাখতে সাহায্য করে।

Boston Fern- এই ফার্ন জাতীয় গাছ ঘরে রাখলেও আশপাশের পরিবেশ ঠান্ডা থাকবে। দিনের বেলায় সালোকসংশ্লেষ হয় এই ফার্ন গাছে।

ঘর ঠান্ডা রাখার পাশাপাশি এই বস্টন ফার্ন জাতীয় গাছ ঘরের বাতাস পরিশুদ্ধ রাখতেও সাহায্য করে। দূর করে ধুলোকণা।

অ্যালোভেরার মধ্যে রয়েছে অনেক গুণ। তাই ঘরের ভিতরে এই গাছ রাখতেই পারেন ইন্ডোর প্ল্যান্ট হিসেবে। চুল ও ত্বকের যত্নে দারুণ ভাবে কাজে লাগে অ্যালোভেরা জেল।

অ্যালোভেরা গাছ ঘর ঠান্ডা রাখার পাশাপাশি বাতাস থেকে দূষিত পদার্থ দূর করে। নিয়ন্ত্রণে রাখে বাতাসের তাপমাত্রা এবং অক্সিজেন লেভেল।