কাজের বসার আগে হেঁটে আসুন। টাটকা বাতাস সতেজ করবে আপনাকে।
ABP Ananda

কাজের বসার আগে হেঁটে আসুন। টাটকা বাতাস সতেজ করবে আপনাকে।



কাজে বসলে ঘুমনো অসম্ভব। তাই সময় থাকলে কাজে বসার আগে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করুন।
ABP Ananda

কাজে বসলে ঘুমনো অসম্ভব। তাই সময় থাকলে কাজে বসার আগে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করুন।



একটানা অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে কাজ হলে মাঝে মাঝে বিরতি নিন। তাতে একঘেয়েমি থেকে ক্লান্তি আসবে না।
ABP Ananda

একটানা অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে কাজ হলে মাঝে মাঝে বিরতি নিন। তাতে একঘেয়েমি থেকে ক্লান্তি আসবে না।



দিনের বেলা কাজ হলে চারিদিকে জানালা খুলে দিন। সূর্যের আলো প্রবেশ করলে ঝলমলে লাগবে।
ABP Ananda

দিনের বেলা কাজ হলে চারিদিকে জানালা খুলে দিন। সূর্যের আলো প্রবেশ করলে ঝলমলে লাগবে।



ABP Ananda

ঘুম ছাড়াতে কফিতে চুমুক সাময়িক স্বস্তি দিতে পারে। কিন্তু ভাল করে জল খেলে তা স্বাস্থ্যের পক্ষেও উপকারি।



ABP Ananda

কাজে বসেই কফি খেয়ে নিন। এতে দিনের শুরু থেকেই অ্যালার্ট থাকবেন। পরে খেলে কাজে প্রভাব পড়তে পারে।



ABP Ananda

হাতের কাছে স্বাস্থ্যকর স্ন্যাকস রাখুন। প্রোটিন, শর্করা ও স্বাস্থ্যকর ফ্যাটের সমাহার শরীর সতেজ রাখবে।



ABP Ananda

সম্ভব হলে সহজ কাজগুলি আগে সেরে ফেলুন। তাতে এমনিই শরীরে শক্তি ফিরে আসবে। কঠিন কাজ পরে করুন।



ABP Ananda

জোরে গান শুনতে পারেন। রক বা পপ মিউজিক খুব সাহায্য করে। হেডফোন ব্যবহার করতে পারেন।



সুগন্ধি মোমবাতি, এসেনশিয়াল অয়েল ডিফিউজার ব্যবহার করতে পারেন। তীব্র গন্ধ ক্লান্তি দূর করতে পারবে।