সামুদ্রিক লবণ, সৈন্ধব লবণ, এমন একাধিক লবণ রয়েছে

বিটনুনের সঙ্গেও পরিচিতি রয়েছে আমাদের সকলেরই

লবণ নিয়ে নানা বিধিনিষেধ থাকলেও, বিটনুনের গুণাগুণ কিন্তু নেহাত কম নয়

খাবার হজম করতে সাহায্য করে বিটনুন

বুকজ্বালা, পেটের ফোলাভাব কমাতে সাহায্য় করে

সোডিয়ামের মাত্রা তুলনামূলক কম, তাই লবণের বিকল্প হতে পারে

কোলেস্টেরল, রক্তচাপের সমস্য়ায় ব্যবহার করা যেতে পারে বিটনুন

বিটনুন খনিজে সমৃদ্ধ, চুল এবং ত্বকের জন্য স্বাস্থ্যকর

গরমকালে পানীয়ে মেশালে শরীর থাকে ঠান্ডা

শরীরকে বিষমুক্ত করতেও সহায়ক হতে পারে বিটনুন