ফের রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে ফের স্থায়ী আমানতে সুদের হার বাড়াতে পারে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি।

বর্তমানের সুদের হারের নিরিখে FD-তে বিনিয়োগ কতটা যুক্তিসঙ্গত, দেখে নিন এই পরিসংখ্যানে।

স্থায়ী আমানতে পাবেন ৫.৫ শতাংশ

ডেট ফান্ডে পাবেন ৫.২৫-৫.৪৫ শতাংশ

পিপিএফে পাবেন ৭.১ শতাংশ

সুকন্যা সমৃদ্ধি যোজনায় পাবেন SSY ৭.৬ শতাংশ

পাশপাশি কিষাণ বিকাশপত্রে KVP ৬.৯ শতাংশ

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে SCSS-এ পাবেন ৭.৪ শতাংশ

ব্যাঙ্ক আমানতের চেয়ে ভাল সুদের হার স্বল্প সঞ্চয়ে। 80C ধারায় কর ছাড়ের সুবিধা।১,৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড় পাবেন।

SCSS - ৬০ বছরের উপরের নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম।

এখানে পাবেন ১০ বছর পর্যন্ত মেয়েদের জন্য SSY- সুকন্যা সমৃদ্ধি যোজনা।

শুক্রবারই রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই মনিটারি পলিসি কমিটি রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪% করেছে

তাই ফের বাড়তে পারে ফিক্সড ডিপোজিটে সুদের হার, সঙ্গে ঋণে ইএমআইতে সুদের হারও আরও বাড়বে।