আজকেই শেষ দিন ! ইনকাম ট্যাক্স রিটার্ন (Income Tax Return) জমা দিতে হলে হাতে রয়েছে আর মাত্র কিছু ঘণ্টা।
আয়কর বিভাগের ট্যুইট অনুসারে, ৩১ জুলাইয়ের মধ্যে আয়করের হিসেব জমা না দিলে ভুগতে হবে করদাতাকে।
যদি কোনও ব্যক্তি নির্দিষ্ট সময়সীমার পরে আয়কর রিটার্ন দাখিল করেন, তবে তারা মূলধন বা ব্যবসার ক্ষতি পরবর্তী বছরে দেখাতে পারবেন না।
আপনি কেবল বাড়ির সম্পত্তি বিক্রি থেকে ক্ষতির পরিমাণ অ্যাডজাস্ট করতে পারেন।
যদি কেউ আয়কর রিফান্ড দাবি করার জন্য দেরি করে আইটিআর ফাইল করেন, তবে আয়কর ফেরতের ওপর তিনি কোনও সুদ পাবেন না।
আয়কর আইনের ধারা 234F অনুসারে, ৩১ জুলাইয়ের পরে ITR ফাইল করলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে।
৫ লক্ষ টাকার কম মোট আয়ের করদাতাদের জন্য জরিমানার পরিমাণ হল ১০০০ টাকা। তবে যারা আয়কর স্ল্যাবের মধ্যে পড়ছেন না তাদের কোনও জরিমানা দিতে হবে না।