দীপাবলির আগে যদি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই চোখ রাখুন ফ্লিপকার্টের এই দ্বিতীয় দফার দিওয়ালি সেলের উপর। আগের বারের মতো এই সেলেও একাধিক স্মার্টফোনের উপর থাকতে চলেছে আকর্ষণীয় ছাড়। স্মার্টফোনের পাশাপাশি ইলেকট্রনিক্স বিভাগের অন্যান্য প্রোডাক্টের উপরেও রয়েছে প্রচুর ছাড়। পোকো এক্স৪ প্রো ৫জি- বর্তমানে এই ফোনের ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে ১৫,৪৯৯ টাকা। পোকো সংস্থার এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ১৮,৪৯৯ টাকা। এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে পোকো এক্স৪ প্রো ৫জি অতিরিক্ত ১২৫০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। রিয়েলমি ৯ ৫জি এসই- সমস্ত অফার যোগ হলে ফ্লিপকার্টে রিয়েলমির এই ফোনের দাম ধার্য হবে ১৪,৯৯৯ টাকা। মোটোরোলা এজ ৩০- ফ্লিপকার্টের দ্বিতীয় দফার দিওয়ালি সেলে মোটোরোলার এই ফোন পাওয়া যাচ্ছে ২৪,৯৯৯ টাকায়। এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ১২৫০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে ফোনের দাম কমে হবে ২৩,৭৪৯ টাকা। মোটোরোলা এজ ৩০ প্রো- ফ্লিপকার্টের দিওয়ালি সেলে ৩৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে মোটোরোলার এই ফোন।