হাইস্পিড মোবাইল বা ল্যাপটপ থাকলেও নিমেষে ডাউনলোড হয় না ফাইল। কেবল ওয়াইফাইয়ের গতির কারণে দেরি হয় অফিসের কাজে !
সেই ক্ষেত্রে সামান্য কিছু পরামর্শ মানলেই দরন্ত গতিতে ছুটবে আপনার ইন্টারনেট। মেনে চলুন এই টিপস।
যদি আপনার ইন্টারনেট রাউটার আপনার বাড়িতে সঠিক কভারেজ না দেয়, তাহলে আপনার রাউটার কোথায় বসানো রয়েছে তা একবার পরীক্ষা করুন।
যদি রাউটারটি একটি বক্সের ভিতরে রাখা হয় বা রাউটারটি খুব নিচু করে রাখা হয়, তবে সেখান থেকে সরিয়ে একটু উঁচু জায়গায় রাখলে ইন্টারনেট কভারেজের পরিধি বাড়বে।
অনেক সময় রাউটারে থাকা কেবেলের এর কারণে এই সমস্যা হতে পারে। এই ধরনের কোনও সমস্যা হলে, তার পরীক্ষা করুন।
যদি আপনার রাউটারের গতি কমে যায়, তাহলে আপনি WiFi-এ থাকা অপটিমাইজেশন অপশন সক্রিয় করে ইন্টারনেটের গতি বাড়াতে পারেন।
কখনও কখনও ওয়াইফাই ক্রমাগত কাজ করার কারণে রাউটার রিফ্রেশ করার জন্য একটি রিবুট প্রয়োজন হয়। এটি আপনার রাউটারকে রিফ্রেশ করে ও আপনার ওয়াইফাই গতি বাড়ায়।
পরে আপনার ওয়াই-ফাই নতুন ডিভাইসের মতো পূর্ণ গতিতে কাজ করা শুরু করবে।