রান্নার কাজটিকে অনেকটাই সহজ করে দিয়েছে মাইক্রোওয়েভ ওভেন ঝামেলা থেকে বাঁচতে বেশিরভাগের বাড়িতেই মাইক্রোওয়েভ ওভেন কিনে নেন ডিম ওভেনে না দেওয়াই ভাল কারণ সেক্ষেত্রে ডিমটি ফেটে যাবে এবং ওভেন নোংরা হবে ওভেনে কোনো ধরনের সবজি রান্না বা গরম করবেন না দীর্ঘ সময় ধরে জল গরম করবেন না পাত্রটি ফেটে যেতে পারে ঠান্ডা মাংস ওভেনে গরম করে খেলে শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে চিপস মাইক্রোওয়েভ ওভেনে গরম না করাই ভাল মাইক্রোওয়েভে কখনই তেল গরম করবেন না বড়সড় বিপদ হতে পারে