Image Source: pixabay.com

বেদানা খেয়ে কি খোসাটা ফেলে দিচ্ছেন? ভাবছেন, এটাই তো স্বাভাবিক

Image Source: pixabay.com

বেদানার খোসা তো আর খাওয়া যায় না। তাহলে ফেলে দেবেন না তো কী করবেন?

Image Source: pixabay.com

বেদানার খোসা গুঁড়ো করে তা স্বাস্থ্যের উপকারে ব্যবহার করতে পারেন

Image Source: pixabay.com

বেদানার খোসার গুঁড়ো তৈরি করতে প্রথমে খোসা থেকে বেদানাগুলো ভালো করে ছাড়িয়ে নিন

Image Source: pixabay.com

তারপর খোসাগুলিকে আলাদা করে রাখুন। এবার ৩৫০ ডিগ্রি তাপমাত্রায় ২০ মিনিট ধরে বেক করে নিন

Image Source: pixabay.com

খোসাগুলি বেক করা হয়ে গেলে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিন। এবার সেটিকে প্রয়োজন মতো ব্যবহার করুন

Image Source: pixabay.com

বেদানার খোসার গুঁড়ো টি ব্যাগের মতো ব্যাগে ভরে এক কাপ গরম জলে চায়ের মতো করে খেতে পারেন

Image Source: pixabay.com

লায় ব্যথা, কাশি, সর্দি, পেটের সমস্যা দূর করে। হাড় মজবুত রাখতেও এর জুড়ি মেলা ভার

Image Source: pixabay.com

ত্বকের জন্য দারুণ উপকারী বেদানার খোসা। গুঁড়োর সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে তা ত্বকে ব্যবহার করুন

Image Source: pixabay.com

২০ মিনিট রেখে তারপর তা ধুয়ে ফেলুন। ব্রণ, অ্যাকনে, বলিরেখামুক্ত ত্বক পাবেন এর মাধ্যমে