বিশ্বের সবথেকে দামী ফল হিসেবে জানা যাচ্ছে ইউবারি মেলনকে

এই ফল জাপানে পাওয়া যায়। আকাশছোঁয়া দাম এই ফলের

এই ফলের কেজি প্রতি দাম যা, তাতে অনায়াসেই জমি কিনে পছন্দের বাড়ি বানাতে পারবেন

কিংবা চাষবাস করতে পারবেন কিংবা খেলার মাঠও তৈরি করতে পারেন

এই ইউবারি মেলনের কেজি প্রতি দামে আপনি অনেক সোনা কিনে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারেন

জাপানের ইউবারি মেলনের দাম ২০ লক্ষ টাকা প্রতি কেজি। অতি ধনী ব্যক্তিরা ছাড়া এই ফল কেনার সাধ্য কারও নেই

জাপানে খুব কম পরিমাণেও এই ফলের ফলন হয়। তাই এটিকে বিশ্বের সবথেকে দামী ফল হিসেবে বিবেচনা করা হয়

ওদেশে এরকম বেশ কিছু ফল এবং সব্জি পাওয়া যায়, যার দাম লাখ টাকার উপরে হয়

অনেক ফল এবং সব্জিই ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকায় কেজি প্রতিতে বিক্রি হয়। বিশ্বের দরবারে এই সমস্ত ফল এবং সব্জির চাহিদাও চোখে পড়ার মতো