চলতি উয়েফা ইউরোর শোরগোল ফেলে দেওয়া তারকাদের মধ্যে একেবারে শীর্ষে নাম থাকবে লামিন ইয়ামালের



স্পেনের তরুণ তুর্কি আজই ১৭-তে পা দিলেও তিনি ইতিমধ্যেই এবারের ইউরোয় একগুচ্ছ রেকর্ড গড়ে ফেলেছেন



১৬ বছর ৩৩৮ দিনে মাঠে নেমে ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ইতিহাস গড়েন ইয়ামাল



ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেই ম্যাচেই অ্যাসিস্ট দিয়ে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে অ্যাসিস্ট প্রদান করার কৃতিত্বও গড়েন তিনি



ইউরোর সেমিফাইনালে গোল আসে ইয়ামালের পা থেকে



১৬ বছর ৩৬২ দিনে ইউরোয় গোল করা কনিষ্ঠতম ফুটবলারের নামও লামিন ইয়ামাল



১৭ বছর ১ দিনের মাথায় ইউরো ফাইনালে মাঠে নামলেই মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা কনিষ্ঠতম ফুটবলার হবেন তিনি



আর সেই ম্যাচে গোল পেলেও কিন্তু রেকর্ডবুকে ফের একবার নিজের নাম দাখিল করবেন তিনি



তবে ইয়ামালের গোটা ফাইনাল খেলা নিয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে জার্মান সরকারের নিয়ম



রাত ১১টার পর জার্মানির নিয়ম অনুযায়ী খেলতে পারবেন না ইয়ামাল, তাই বাড়ছে উদ্বেগ