গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতার পর এবার সর্বোচ্চ অ্যাসিস্ট প্রদানকারীকেও দলে নিল ইস্টবেঙ্গল



২ বছরের চুক্তিতে মাদি তালালকে সই করাল লাল হলুদ শিবির



ইস্টবেঙ্গলের নতুন মিডফিল্ডার গত মরশুমে আইএসএলে সকলকে প্রাভাবিত করেছিলেন



তাঁর পা থেকে বের হওয়া ১০টি অ্যাসিস্ট প্রথম মরশুমে যুগ্মভাবে সর্বকালের সর্বোচ্চ



ফরাসি মিডফিল্ডার টুর্নামেন্টে সর্বাধিক ৪২টি সফল ড্রিবলও করেছিলেন



গত মরশুমে সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করা খেলোয়াড়দের তালিকায় তিনি ছিলেন দু’নম্বরে



আক্রমণাত্মক মিডফিল্ডার পাঞ্জাবের হয়ে ৫৭টি গোলের সুযোগ তৈরি করেছিলেন



পাঞ্জাবের ছয়টি জয়ের মধ্যে পাঁচটিতেই গোল বা অ্যাসিস্ট এসেছিল তালালের পা থেকে




তালাল ইস্টবেঙ্গলের আগামী মরশুমে পরিকল্পনার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, জানান কোচ কুয়াদ্রাত



দিয়ামান্তাকোস,ক্লেটন সিলভা,লাললাংসাঙ্গাদের নিয়ে তৈরি ইস্টবেঙ্গল আক্রমণন কিন্তু খাতায় কলমে বেশ নজরকাড়া


Thanks for Reading. UP NEXT

স্তিমাচের পরিবর্তে ভারতীয় ফুটবলের কোচ হতে পারেন যাঁরা

View next story