নিজেদের পারফরম্যান্সে এখনও পর্যন্ত সকলকেই চমকে দেওয়া তুরস্কের তরুণ তুর্কি আর্দা গুলার



মাত্র তৃতীয় টিনএজার হিসাবে এক ইউরোয় গোল ও অ্যাসিস্ট করা মাদ্রিদ তারকার ওপর নজর থাকা স্বাভাবিক



এবারের ইউরোতে মাঠে নেমেই কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ইউরো খেলার রেকর্ড গড়েছেন লামিন ইয়ামাল



জার্মানদের বিরুদ্ধে ফের একবার স্পেনের বাঁ-দিকের উইংয়ে তাঁর দিকে নজর থাকবে



জার্মানির জামাল মুসিয়ালা ইয়ামালের থেকে ৪ বছরের বড় তবে তাঁর বয়সও মাত্র ২১



তাতে কী! ইতিমধ্যেই তিন গোল করা জার্মানের ওপর নজর তো থাকবেই



চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা জয়ের পর ইউরো জিততেও মরিয়া জুড বেলিংহ্যাম



ইংল্যান্ডের হয়ে গত ম্যাচেও গোল করে ত্রাতা হয়ে উঠেছিলেন, তাঁর দিকে নজর থাকবেই



ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তালিকায় না রাখাটা একেবারেই অসম্ভব



এখনও অবধি গোল করতে না পারলেও নিজের শেষ ইউরোয় ছাপ ফেলতে মরিয়া হবেন তিনি