দিন কয়েক আগেই দিয়ামান্তাকোসকে সই করানোর পর ইস্টবেঙ্গলে আরও এক স্ট্রাইকার এল



ডেভিড লাললাংসাঙ্গাকে তিন বছরের চুক্তিতে সই করল লাল হলুদ



গত বছর কলকাতা ফুটবল লিগ ও ডুরান্ড কাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন লাললাংসাঙ্গা



সিএফএলে ২১, ডুরান্ডে ছয় এবং আইলিগে পাঁচটি গোলের পাশাপাশি একাধিক অ্যাসিস্ট দিয়েছেন



মহামেডানের হয়ে স্বপ্নের মরশুমের পর জাতীয় দলের হয়েও সুযোগ পেয়েছেন ইতিমধ্যেই



এবার সেই ২২ বছর বয়সি স্ট্রাইকারই আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন



বহুদিন ধরেই তরুণ স্ট্রাইকারের দিকে চোখ রাখার পর তাঁকে সই করিয়ে উচ্ছ্বসিত কোচ কুয়াদ্রাত



নতুন ক্লাবে নিজের উন্নতি ঘটাতেও বদ্ধপরিকর মিজ়ো স্ট্রাইকার নিজে



ইতিমধ্য়েই জাতীয় দলের হয়ে খেলার সুবাদে মহেশ, নন্দকুমারদের সঙ্গে বন্ধুত্বও হয়ে গিয়েছে তাঁর



আসন্ন মরশুমে লাল হলুদের হয়ে ১৪ নম্বর জার্সি পরে মাঠ কাঁপাতে প্রস্তুত লাললাংসাঙ্গা



Thanks for Reading. UP NEXT

ইউরোয় ইতিহাস, কনিষ্ঠতম ফুটবলার হিসাবে মাঠে নামলেন ইয়ামাল, কণিষ্ঠতম অধিনায়ক সবজ়লাই

View next story