প্রথম ভালবাসা ফুটবল, পেশাদার খেলোয়াড় হিসাবে অভিষেক টাইগারের রুপোলি পর্দার নায়ক হলেও বরাবরই ফুটবল প্রথম পছন্দ টাইগার শ্রফের টাইগারের সোশ্যাল মিডিয়া একটু ঘাটাঘাটি করলেই ফুটবলের প্রতি তাঁর ভালবাসা সহজেই চোখে পড়বে ছোটবেলায় তিনি শুধু ফুটবল খেলতেনই না, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্নও দেখতেন টাইগার সেই স্বপ্ন পূরণ হয়নি, তবে হাল ছাড়েননি রোনাল্ডো-ভক্ত বলিউড অভিনেতা এবার একেবারে মুম্বই প্রিমিয়ার লিগে পেশাদার হিসাবে অভিষেক ঘটিয়ে ফেললেন তিনি এলিট ডিভিশনে খেলা মুম্বেই এফসির হয়ে মুম্বই প্রিমিয়ার লিগে খেললেন তারকা অভিনেতা এই দলের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নিজের ফুটবল দক্ষতায় আগেই প্রভাবিত করেছিলেন টাইগার বিভিন্ন সেলিব্রিটি লিগে খেলা টাইগারকে তাই ট্রায়ালে ডাকা হয় এবং সেখান থেকেই তিনি নির্বাচিত হন বলিউড অভিনেতা হলেও, দলের হয়ে নিয়মিত অনুশীলনও করেন টাইগার ডান পায়ে খেলা টাইগারের ফুটবল দক্ষতা দেখে কিন্তু অনেকেই মুগ্ধ