সর্বকালের সেরা?

অনেকেই মনে করেন, বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিই

বিশ্বকাপ-সহ ৪ বছরে ৪ ট্রফি

বিশ্বকাপ, জোড়া কোপা আমেরিকা ও ফাইনালিসিমা - গত চার বছরে চার আন্তর্জাতিক ট্রফি জিতেছেন মেসি

মায়ামির সম্পদ

ক্লাব ফুটবলে এখন আমেরিকার মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলেন মেসি

বিপুল রোজগার

এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, মেসি ভাতা হিসাবে ভারতীয় মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা পান

রয়েছে বেতন

বেতন হিসাবে মেসির আয় আরও ৮৭ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়)

বছরে ২৫৭ কোটি!

মেসির মোট রোজগার বছরে প্রায় ২৫৭ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়)

বাড়তি আয়

এছাড়া ক্লাব থেকে বাণিজ্যিক বোনাস ও এজেন্টের বেতন পান মেসি

চোখধাঁধানো অঙ্ক

মেসির জন্য প্রত্যেক বছর ইন্টার মায়ামির খরচ হয় ৪১.৭ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪৭ কোটি টাকা

সবচেয়ে ধনী

এমএলএসের ২৬ ক্লাব ও তাদের সব ফুটবলারদের বেতন, অন্যান্য খরচ মিলিয়ে যে খরচ হয়, শুধু মেসির বেতনই তার চেয়ে বেশি

রোজগারেও রেকর্ড

শুধু সাফল্য নয়, মেসির আয়ও ঈর্ষণীয় (ছবি - মেসির ফেসবুক)