বর্তমান বিশ্বের সবথেকে প্রতিভাবান তরুণদের মধ্যে তাঁকে গণ্য করা হয়



তিনি স্পেনের ফরোয়ার্ড লামিন ইয়ামাল



স্পেনের হয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শনিবারই নিজের প্রথম ইউরো ম্যাচ খেললেন তিনি



সেই ম্যাচেই ইউরোর সর্বকালীন ইতিহাসে কণিষ্ঠতম ফুটবলার হিসাবে মাঠে নামার রেকর্ড গড়লেন ইয়ামাল



ম্যাচের দিন তাঁর বয়স ছিল ১৬ বছর ৩৩৮ দিন



ইয়ামাল নিজের ইউরো অভিষেকে স্পেনের হয়ে একটি অ্যাসিস্টও প্রদান করেন



ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পর্যুদস্ত করে স্পেন



এদিনই ইতিহাস রচনা করলেন হাঙ্গেরির অধিনায়ক ডমিনিক সবজ়লাই



২৩ বছর সাত মাস ও ২১দিনে তিনিই সর্বকালের কণিষ্ঠতম অধিনায়ক হিসাবে ইউরোতে খেললেন



তবে তাঁর দল ৩-১ গোলে সুইৎজারল্যান্ডের বিরদ্ধে পরাজিত হয়



Thanks for Reading. UP NEXT

উয়েফা ইউরো ২০২৪-এ কোন ক্লাবের প্রতিনিধিত্ব সবথেকে বেশি?

View next story