ভারতীয় সময় অনুযায়ী ১৫ জুন থেকে শুরু হবে উয়েফা ইউরো ২০২৪-র মহারণ

টুর্নামেন্টে পঞ্চম সর্বাধিক, ১২জন ফুটবলার বায়ার্ন মিউনিখের হয়ে খেলেন

বাভেরিয়ান ক্লাবের হ্যারি কেন, জামাল মুসিয়ালাদের এবারের ইউরোয় খেলতে দেখা যাবে

বায়ার্নের পাশাপাশি প্যারিস সঁ-জরমেঁরও ১২টি খেলোয়াড় এবারের ইউরোয় প্রতিনিধিত্ব করবেন

সেই তালিকায় দোন্নারুমা, ফ্যাবিয়ান রুইজ়রা রয়েছেন



সদ্য রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদও তালিকায় রয়েছে



জুড বেলিংহ্যামরদের মতো ১৩জন লস ব্লাঙ্কোস তারকাকে ইউরোতে দেখা যাবে

ইন্টার মিলানেরও ১৩জন ফুটবলার এবারের ইউরোপ সেরার লড়াইয়ে মাঠে নামবেন



মার্ক আরনার্টোভিচ, হাকান চালানহুগলুরা ইউরোয় খেলবেন



তালিকার শীর্ষে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি



ম্যান সিটির মোট ১৩জন ফুটবলারকে ইউরোয় খেলতে দেখা যাবে