বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক ইতিমধ্যেই বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজের আধিপত্য বিস্তার করেছেন।



এবার ক্রীড়াক্ষেত্রেও প্রভাব বিস্তার করবেন মাস্ক? প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব কিনতে আগ্রহী তিনি।



ট্রফি জয়ের নিরিখে ইংল্যান্ডের সফলতম ক্লাব লিভারপুল।



বর্তমান মরশুমেও তাঁরা প্রিমিয়ার লিগ হোক চ্যাম্পিয়ন লিগ, দুইয়েরই শীর্ষে।



মার্সিসাইডের এই ক্লাব কিনতেই মাস্ক আগ্রহী বলে শোনা যাচ্ছে। এই বিষয়ে প্রকাশ্যে ইলনের বাবা ইরল কথাও বলেছেন।



ইরল দাবি করেন লিভারপুলে তাঁদের পরিবার রয়েছে যাদের সঙ্গে বিটেলসরা বেড়ে ওঠে এবং ইলনের ঠাকুমাও লিভারপুলেরই।



ইরল বলেন, 'হ্যাঁ, ও দলটা কিনতে চায়। কেই বা চাইবে না। তবে আমি এই নিয়ে বেশি কথা বলব না, ওরা দাম বাড়িয়ে দেবে। তবে এর মানে এটা নয় যে ও কিনছে সেটা।'



বর্তমানে ফেনওয়ে স্পোর্টস গ্রুপ লিভারপুলের প্রাথমিক মালিক। তাঁরা এই বিষয়ে মুখ খুলেছে।



এমএসজির তরফে এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন তাঁরা ক্লাব বিক্রি করতে একেবারেই এখন রাজি নয়।



তবে এই জল্পনা যে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ বাড়িয়েছ, তা বলাই বাহুল্য।