বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক ইতিমধ্যেই বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজের আধিপত্য বিস্তার করেছেন।
ABP Ananda

বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক ইতিমধ্যেই বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজের আধিপত্য বিস্তার করেছেন।



এবার ক্রীড়াক্ষেত্রেও প্রভাব বিস্তার করবেন মাস্ক? প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব কিনতে আগ্রহী তিনি।
ABP Ananda

এবার ক্রীড়াক্ষেত্রেও প্রভাব বিস্তার করবেন মাস্ক? প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব কিনতে আগ্রহী তিনি।



ট্রফি জয়ের নিরিখে ইংল্যান্ডের সফলতম ক্লাব লিভারপুল।
ABP Ananda

ট্রফি জয়ের নিরিখে ইংল্যান্ডের সফলতম ক্লাব লিভারপুল।



বর্তমান মরশুমেও তাঁরা প্রিমিয়ার লিগ হোক চ্যাম্পিয়ন লিগ, দুইয়েরই শীর্ষে।
ABP Ananda

বর্তমান মরশুমেও তাঁরা প্রিমিয়ার লিগ হোক চ্যাম্পিয়ন লিগ, দুইয়েরই শীর্ষে।



ABP Ananda

মার্সিসাইডের এই ক্লাব কিনতেই মাস্ক আগ্রহী বলে শোনা যাচ্ছে। এই বিষয়ে প্রকাশ্যে ইলনের বাবা ইরল কথাও বলেছেন।



ABP Ananda

ইরল দাবি করেন লিভারপুলে তাঁদের পরিবার রয়েছে যাদের সঙ্গে বিটেলসরা বেড়ে ওঠে এবং ইলনের ঠাকুমাও লিভারপুলেরই।



ABP Ananda

ইরল বলেন, 'হ্যাঁ, ও দলটা কিনতে চায়। কেই বা চাইবে না। তবে আমি এই নিয়ে বেশি কথা বলব না, ওরা দাম বাড়িয়ে দেবে। তবে এর মানে এটা নয় যে ও কিনছে সেটা।'



ABP Ananda

বর্তমানে ফেনওয়ে স্পোর্টস গ্রুপ লিভারপুলের প্রাথমিক মালিক। তাঁরা এই বিষয়ে মুখ খুলেছে।



ABP Ananda

এমএসজির তরফে এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন তাঁরা ক্লাব বিক্রি করতে একেবারেই এখন রাজি নয়।



ABP Ananda

তবে এই জল্পনা যে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ বাড়িয়েছ, তা বলাই বাহুল্য।