নাগাড়ে দুই জয়ের পর ওড়িশার বিরুদ্ধে হেরে ধাক্কা খেয়েছিল ইস্টবেঙ্গল। তবে ঠিক এক ম্যাচ পরেই জয়ের সরণিতে ফিরল লাল হলুদ, তাও আবার প্রথম দলের চার ফুটবলার ছাড়াই। হাড্ডাহাড্ডি ম্যাচে প্রথমার্ধে লাল হলুদ ০-২ পিছিয়েই ছিল। হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড আসমির সুলজিক ও আর্জেন্টাইন মিডফিল্ডার নর্বের্তো ভিদালের গোলে এগিয়ে যায় পাঞ্জাব। ফের এক পরাজয়ের দিকে এগোচ্ছে দল! আশঙ্কায় ছিলেন লাল হলুদ সমর্থকরায দ্বিতীয়ার্ধের শুরুতে পিভি বিষ্ণু রিজার্ভ বেঞ্চ থেকে নামার পরেই ইস্টবেঙ্গলের মেজাজ পুরো বদলে যায়। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই সেটপিস গোল করে প্রথমে ব্যবধান কমান হিজাজি মাহের। এই গোলের আট মিনিট পরেই সমতা আনেন বিষ্ণু, করেন চলতি মরশুমে লিগে নিজের তৃতীয় গোল। ৬০ মিনিটের মাথায় পাঞ্জাবের আত্মঘাতী গোলের পর ৬৭ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড ডেভিড লালনসাঙ্গার গোল। চতুর্থ গোলটি করলে দলের জয় সুনিশ্চিত হয়ে যায়। ব্রুজোন দায়িত্ব নেওয়ার পর সপ্তম ম্যাচে এই জয়ের ফলে ১০ পয়েন্টে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। কোনও লাল হলুদ কোচের জন্য এটি সর্বোচ্চ।