মতান্তরে এই শতকের দুই সেরা কোচ পেপ গুয়ার্দিওলা ও জোসে মৌরিনহোর মধ্যেকার লড়াইয়ের বিষয়ে সকলেই অবগত।
ABP Ananda

মতান্তরে এই শতকের দুই সেরা কোচ পেপ গুয়ার্দিওলা ও জোসে মৌরিনহোর মধ্যেকার লড়াইয়ের বিষয়ে সকলেই অবগত।



অতীতে বারংবার একে অপরের বিরুদ্ধে তির্যক মন্তব্য করেছেন দুইজন। সেই লড়াইয়ে নতুন অধ্যায় যোগ হল।
ABP Ananda

অতীতে বারংবার একে অপরের বিরুদ্ধে তির্যক মন্তব্য করেছেন দুইজন। সেই লড়াইয়ে নতুন অধ্যায় যোগ হল।



সম্প্রতি লিভারপুল ম্যাচে পরাজয়ের পর সমর্থকদের উদ্দেশে গুয়ার্দিওলা ছয়টি লিগ জয়ের ইশারা করেন।
ABP Ananda

সম্প্রতি লিভারপুল ম্যাচে পরাজয়ের পর সমর্থকদের উদ্দেশে গুয়ার্দিওলা ছয়টি লিগ জয়ের ইশারা করেন।



অতীতে সমালোচনায় বিদ্ধ মৌরিনহোকেও এমন করতে দেখা গিয়েছিল।
ABP Ananda

অতীতে সমালোচনায় বিদ্ধ মৌরিনহোকেও এমন করতে দেখা গিয়েছিল।



ABP Ananda

এই তুলনা সম্পর্কে কথা বলতে গিয়ে গুয়ার্দিওলা দাবি করেন যে তিনি মৌরিনহোর থেকে তিনটি প্রিমিয়ার লিগ বেশি জিতেছেন।



ABP Ananda

জবাবে পাল্টা মৌরিনহো মনে করিয়ে দেন যে সিটির বিরুদ্ধে নিয়মভঙ্গের জন্য মামলা চলছে যেটা তার বিরুদ্ধে কোনওদিনও ছিল না।



ABP Ananda

অতীতেও পেপকে আক্রমণ করে মৌরিনহো দাবি করেছিলেন যে স্প্যানিশ কোচ নিজের দলের খেলার ধরন নিজেই উপভোগ করেন না।



ABP Ananda

পেপও দাবি করেছিলেন মৌরিনহো ফুটবলের সৌন্দর্য নয়, বরং কেবল ফলাফল নিয়েই মাথা ঘামান।



ABP Ananda

চ্যাম্পিয়ন্স লিগ জয় নিয়ে খোঁচা দেওয়া থেকে রেফারির পেপের দলকে বাড়তি সুযোগ করে দেওয়া, বিভিন্ন সময়ে না না অভিযোগ করেছেন মৌরিনহো।



ABP Ananda

দুই কোচের বর্তমানে সম্পূর্ণ দুই ভিন্ন লিগে ম্যানেজারের দায়িত্ব পালন করলেও, যে তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যে একই রকম রয়েছে, তা বলাই বাহুল্য।