মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আর্জেন্তাইন সাংবাদিক



লিওনেল মেসি ও অ্যান্টোনেলা রোকুজ়োর প্রেমকাহিনীর বিষয়ে সকলেই অবগত।

টিনএজার হিসাবে দুইজনে প্রায় এক দশক ডেট করার পর ২০১৭ সালে দুইজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মেসির সঙ্গে অন্য কোনও মহিলার নাম তেমনভাবে জড়ায়নি।

তবে সম্প্রতি আর্জেন্তাইন এক সাংবাদিকের সঙ্গে মেসির সম্পর্কের গুঞ্জন শোনা যায়।

আর্জেন্তিনার বিশ্বজয়ের পর মেসির সঙ্গে সোফি মার্তিনেজ়ের আবেগঘন সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পরেই এই সম্পর্কের জল্পনা শুরু হয়।

সেই নিয়ে এবার মুখ মার্তিনেজ় সরাসরি অনুরাগীদের দিকেই গুজব ছড়ানোর জন্য আঙুল তোলেন।

অতীতে মার্তিনেজ়় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে মেসির স্ত্রী এমন কোনওরকম গুজব ছড়াননি এবং কোথা থেকে এটা ছড়ায়, তাঁর কোনও ধারণা নেই।

মার্তিনেজ় দাবি করেন গোটা বিষয়টা তাঁর এবং তাঁর পরিবারকে সমস্যায় ফেলে।

মার্তিনেজ় যে ফের একবার স্পষ্টভাবে তাঁর ও মেসির সম্পর্কের গুঞ্জন খণ্ডন করে দিলেন, তা বলাই বাহুল্য।