মহাদেবের প্রতি আস্থাই তাঁর জীবন বদলে দিয়েছে!
abp live

মহাদেবের প্রতি আস্থাই তাঁর জীবন বদলে দিয়েছে!

Published by: ABP Ananda
তাঁর দাবি ভারত তাঁর ফুটবলার হিসাবে কেরিয়ার বাঁচিয়েছে। চুটিয়ে খেলছেনও তিনি।
abp live

তাঁর দাবি ভারত তাঁর ফুটবলার হিসাবে কেরিয়ার বাঁচিয়েছে। চুটিয়ে খেলছেনও তিনি।

তাঁর নাম লুকা মাইজসিন। পাঞ্জাব এফসির অধিনায়ক তিনি।
abp live

তাঁর নাম লুকা মাইজসিন। পাঞ্জাব এফসির অধিনায়ক তিনি।

আইএসএলের তারকা ফুটবলার কিন্তু সনাতন ধর্মাবলম্বী। স্বেচ্ছায় তিনি হিন্দু ধর্মকে অনুসরণ করেন।
abp live

আইএসএলের তারকা ফুটবলার কিন্তু সনাতন ধর্মাবলম্বী। স্বেচ্ছায় তিনি হিন্দু ধর্মকে অনুসরণ করেন।

abp live

স্লোভেনিয়ার ফুটবলারের পিঠে মহাদেবের একটি ট্যাটু রয়েছে।

abp live

তাঁর মতে এই ভক্তিই তাঁর ভাগ্য বদলে দিয়েছে।

abp live

লুকা যে শুধু হিন্দু ধর্ম পছন্দ করেন না, তেমনটা নয়। ভারতকেও তাঁর ততটাই পছন্দ।

abp live

তাজমহলের সামনেই তিনি নিজের পার্টনার লানাকে প্রেমের প্রস্তাব দেন।

abp live

পেশায় সাংবাদিক ও ব্যবসায়ী লানাও ভারতকে ভীষণভাবে ভালবাসেন।

abp live

দুইজনে ভবিষ্যতে কিন্তু এদেশেই থাকতে চান।