সকলকে চমকে দিয়ে হঠাৎই অবসর ঘোষণা, ৩৪-এই বুটজোড়া তুলে রাখছেন টনি ক্রুস



এই মরশুমই তাঁর ফুটবল কেরিয়ারের শেষ মরশুম হতে চলেছে



রিয়াল মাদ্রিদই তাঁর শেষ ক্লাব হবে বলে জানিয়েছিলেন এবং সেইমতো রিয়ালেই ক্লাব কেরিয়ার শেষ করছেন তিনি



১০ বছর আগে মাদ্রিদে যোগ দিয়েছিলেন ক্রুস, জিতেছেন ২২টি খেতাব



নিজের শেষ ম্যাচেও খেতাব জয়ের হাতছানি তাঁর সামনে



আরও এক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের হয়ে মাঠে নামবেন তারকা মিডফিল্ডার



২০২২ সালে অবসরের আভাস দিলেও খেলা চালিয়ে যান ক্রুস



এ বছরের শুরুতেই জার্মান জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান তিনি



অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো আরও খেলবেন, তবে জার্মানির হয়ে ইউরোই তাঁর শেষ টুর্নামেন্ট



রিয়ালের পাশাপাশি নিজের প্রথম সিনিয়ার ক্লাব বায়ার্ন মিউনিখের হয়েও একগুচ্ছ খেতাব জিতেছেন ক্রুস



তবে আর নয়, ৩৪-এই এক ট্রফি পরিপূর্ণ ঐতিহাসিক কেরিয়ারের সমাপ্তি ঘটছে