ভারতের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়েছেন সুনীল ছেত্রী কুয়েত ম্যাচ ছিল তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ১৫১তম ম্যাচ ভারতের হয়ে ৯৪ গোল করেছেন সুনীল, যা দেশের ফুটবলে সর্বোচ্চ ভারতের হয়ে ৪টি হ্যাটট্রিক করেছেন সুনীল, যা ভারতীয় ফুটবলে রেকর্ড সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে রেকর্ড সংখ্যক ৭ বার বর্ষসেরা ফুটবলার হয়েছেন সুনীল আইএসএলে ৬০ গোল রয়েছে সুনীলের, আর কোনও ভারতীয় ফুটবলারের এই নজির নেই সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ গোল রয়েছে সুনীলের, যে কৃতিত্ব আর কোনও ফুটবলারের নেই এএফসি কাপে ১৯ গোল করেছেন সুনীল, আর কোনও ভারতীয় ফুটবলারের এই রেকর্ড নেই আই লিগে ৯৪ গোল রয়েছে সুনীলের, সেটাও ভারতীয় ফুটবলারদের মধ্যে একটা নজির সব মিলিয়ে বর্ণময় এক কেরিয়ারের সমাপ্তি হল বৃহস্পতিবার সল্ট লেকের যুবভারতীতে