আইপিএস হওয়ার স্বপ্ন  তাড়া করে বেড়াত কার্তিক মধিরাকে। একবারে সাফল্য না এলেও হাল ছাড়েননি কার্তিক।
ABP Ananda

আইপিএস হওয়ার স্বপ্ন তাড়া করে বেড়াত কার্তিক মধিরাকে। একবারে সাফল্য না এলেও হাল ছাড়েননি কার্তিক।

ছবি- ইনস্টাগ্রাম

হায়দ্রাবাদে বড় হয়ে উঠেছেন কার্তিক। অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭ লেভেলে ক্রিকেট খেলতেন তিনি।
ABP Ananda

হায়দ্রাবাদে বড় হয়ে উঠেছেন কার্তিক। অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭ লেভেলে ক্রিকেট খেলতেন তিনি।

ছবি- ইনস্টাগ্রাম

জওহরলাল নেহেরু টেকনলজিক্যাল ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন কার্তিক।
ABP Ananda

জওহরলাল নেহেরু টেকনলজিক্যাল ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন কার্তিক।

ছবি- ইনস্টাগ্রাম

ব্যক্তিগত কোনও কারণ কিংবা গুরুতর চোট পাওয়ার জন্যেই হয়ত খেলার দুনিয়া থেকে সরে গিয়েছিলেন কার্তিক।
ABP Ananda

ব্যক্তিগত কোনও কারণ কিংবা গুরুতর চোট পাওয়ার জন্যেই হয়ত খেলার দুনিয়া থেকে সরে গিয়েছিলেন কার্তিক।

ছবি- ইনস্টাগ্রাম

ABP Ananda

তিন তিনবার ইউপিএসসি পরীক্ষায় বসেন কার্তিক মধিরা। কিন্তু তিনবারই ব্যর্থ হন।

ছবি- ইনস্টাগ্রাম

ABP Ananda

ইউপিএসসির জন্য আলাদা আলাদা পরীক্ষার প্রস্তুতি না নিয়ে কার্তিক একসঙ্গেই প্রিলিমস এবং মেইনসের প্রস্তুতি নিয়েছিলেন।

ছবি- ইনস্টাগ্রাম

ABP Ananda

২০১৯ সালের ইউপিএসসি পরীক্ষায় চতুর্থবারের প্রচেষ্টায় সফল হন কার্তিক মধিরা।

ছবি- ইনস্টাগ্রাম

ABP Ananda

কার্তিক বলেন, প্রিলিমস এবং মেইনসের জন্য আলাদা আলাদা করে নয়, বরং সামগ্রিকভাবে এর প্রস্তুতি নিলে অনেকটাই সহজ হয়।

ছবি- ইনস্টাগ্রাম

ABP Ananda

নিজেকে ভেঙেচুরে ফের নতুনভাবে গড়ে নজিরবিহীন দৃষ্টান্ত কার্তিকের।

ছবি- ইনস্টাগ্রাম

ABP Ananda

১০৩তম স্থান অধিকার করে বর্তমানে তিনি মহারাষ্ট্র ক্যাডারে কর্মরত।

ছবি- ইনস্টাগ্রাম