আইপিএস হওয়ার স্বপ্ন তাড়া করে বেড়াত কার্তিক মধিরাকে। একবারে সাফল্য না এলেও হাল ছাড়েননি কার্তিক।

ছবি- ইনস্টাগ্রাম

হায়দ্রাবাদে বড় হয়ে উঠেছেন কার্তিক। অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭ লেভেলে ক্রিকেট খেলতেন তিনি।

ছবি- ইনস্টাগ্রাম

জওহরলাল নেহেরু টেকনলজিক্যাল ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন কার্তিক।

ছবি- ইনস্টাগ্রাম

ব্যক্তিগত কোনও কারণ কিংবা গুরুতর চোট পাওয়ার জন্যেই হয়ত খেলার দুনিয়া থেকে সরে গিয়েছিলেন কার্তিক।

ছবি- ইনস্টাগ্রাম

তিন তিনবার ইউপিএসসি পরীক্ষায় বসেন কার্তিক মধিরা। কিন্তু তিনবারই ব্যর্থ হন।

ছবি- ইনস্টাগ্রাম

ইউপিএসসির জন্য আলাদা আলাদা পরীক্ষার প্রস্তুতি না নিয়ে কার্তিক একসঙ্গেই প্রিলিমস এবং মেইনসের প্রস্তুতি নিয়েছিলেন।

ছবি- ইনস্টাগ্রাম

২০১৯ সালের ইউপিএসসি পরীক্ষায় চতুর্থবারের প্রচেষ্টায় সফল হন কার্তিক মধিরা।

ছবি- ইনস্টাগ্রাম

কার্তিক বলেন, প্রিলিমস এবং মেইনসের জন্য আলাদা আলাদা করে নয়, বরং সামগ্রিকভাবে এর প্রস্তুতি নিলে অনেকটাই সহজ হয়।

ছবি- ইনস্টাগ্রাম

নিজেকে ভেঙেচুরে ফের নতুনভাবে গড়ে নজিরবিহীন দৃষ্টান্ত কার্তিকের।

ছবি- ইনস্টাগ্রাম

১০৩তম স্থান অধিকার করে বর্তমানে তিনি মহারাষ্ট্র ক্যাডারে কর্মরত।

ছবি- ইনস্টাগ্রাম