জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিতে গঙ্গা দশহরা পালন করা হয়।

গঙ্গা দশহরার তিথি ও শুভক্ষণ: ২০২২ সালে গঙ্গা দশহরা ৯ জুন, বৃহস্পতিবার। দশমী তিথি শুরু হচ্ছে  ৯ জুন, সকাল ৮টা ২১ মিনিটে

দশহরা কথার অর্থ হল দশ পাপ হরা বা দশটি পাপ হরণ করা।

এ দিন ই গঙ্গা স্নান করে। গঙ্গায় স্নান করার পর গঙ্গা জলে কাঁচা দুধ অর্পণ করুন।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, এদিন ব্রত পালনের পাশাপাশি এই দিনে ১০ সংখ্যার কিছু দান করা উচিত।

দশবিধ পাপ অর্থাৎ, পরের জিনিস হরণ, হিংসা, ঈর্ষা, অযথা প্রাণী হত্যা, অবৈধ প্রণয়, এগুলি দেহগত পাপ।

প্রচলিত আছে, দশহরার দিন গঙ্গায় ১০বার ডুব দিয়ে পাপমুক্তি ঘটানো হয়। 

দশমী তিথি শেষ হবে ১০ জুন, সকাল ৭টা ২৫ মিনিটে।

এ দিন হস্ত নক্ষত্র ও ব্যাতিপত যোগও থাকবে। এই যোগে গঙ্গা স্নান ও দান করা খুবই শুভ।

গঙ্গা দশহরার দিনে গঙ্গায় স্নান, দান এবং কিছু ব্যবস্থা গ্রহণ করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।