আজ জন্মদিন বলিউড অভিনেত্রী সোনম কপূরের, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্য রুপোলি পর্দার জগতের পরিবারে জন্ম হলেও খুব কম বয়স থেকেই স্বনির্ভর সোনম কপূর কলেজ জীবনে নিজের হাত খরচা চালানোর জন্য ওয়েট্রেসের কাজ করতেন সোনম কপূর ২০০৫ সালে 'ব্ল্যাক' ছবিতে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর সহকারী হিসেবে কাজ করেন সঞ্জয়লীলা বনশালীই সোনমকে অভিনেত্রী হতে রাজি করান, তার দেড় বছর পর 'সাওয়ারিয়া' ছবিতে অভিনয় করতে রাজি হন একদিকে যেমন ফিটনেস এবং ফ্যাশন সচেতন সোনম কপূর, তেমনই তিনি অত্যন্ত খাদ্যরসিকও বটে জানা যায়, 'সাওয়ারিয়া' ছবির জন্য প্রায় ৩০ কেজি ওজন কমিয়েছিলেন সোনম অভিনেত্রী এবং মডেল হওয়ার পাশাপাশি সোনম কপূর একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পীও খুব কম বয়সে স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যায় ভুগতেন সোনম, তাঁর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং ইনসুলিন রেসিসট্যান্স ধরা পড়ে সিঙ্গাপুরের কলেজ থেকে থিয়েটার এবং আর্টস নিয়ে পড়াশোনার পর অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন