Image Source: Pexels, Pixabay

চিনি বা মিষ্টি খেতে অনেকেই পছন্দ করি। ইচ্ছে থাকলেও এড়াতে পারি না।

Image Source: Pexels, Pixabay

কিন্তু অতিরিক্ত মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ। কী ভাবে এড়ানো যাবে ওই অভ্যাস?

Image Source: Pexels, Pixabay

খাওয়ার পরেই ব্রাশ করে নিন। টুথপেস্টের প্রভাবে মিষ্টি খাওয়ার ইচ্ছে চলে যায়।

Image Source: Pexels, Pixabay

বলা হয়ে থাকে, একটু আগে ডিনার করলে খাবার খাওয়ার ইচ্ছে কমে যায়।

Image Source: Pexels, Pixabay

ভাল করে চিবিয়ে খাবার খেতে হবে।

Image Source: Pexels, Pixabay

চিবিয়ে খাবার খেলে এক বিশেষ হরমোনের নিঃসরণ হয় যা পেট ভর্তি হয়েছে বলে মনে হয়।

Image Source: Pexels, Pixabay

পেট ভর্তি থাকলে মিষ্টি খাওয়ার প্রবণতা কমে যায়।

Image Source: Pexels, Pixabay

একসঙ্গে অনেকটা খাবার খাওয়া যাবে না। তার বদলে ভাগ ভাগ করে কিছুক্ষণ অন্তর খাওয়া যায়।

Image Source: Pexels, Pixabay

মনের জোরের থেকে বড় কিছু নেই। প্রয়োজনে বাজার থেকে মিষ্টিজাতীয় খাবার কম কিনবেন।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।