জুহুতে নিজের দোকানের বাইরে ক্যামেরাবন্দি হলেন প্রযোজক ও শাহরুখ পত্নী গৌরী খান।

১৯৭০ সালের ৮ অক্টোবর, দিল্লির পঞ্জাবী হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন গৌরী খান।

পড়াশোনা শেষ করে ৬ মাসের ফ্যাশন ডিজাইনের কোর্স করেন। তাঁর বাবার জামাকাপড়ের ব্যবসার জন্য সেলাইও শেখেন।

১৯৯১ সালে আজকের সুপারস্টার, শাহরুখ খানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন গৌরী।

২০০২ সালে শাহরুখ ও গৌরী একত্রে প্রযোজনা ও ডিস্ট্রিবিউশন সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' শুরু করেন।

এই সংস্থার ব্যানারে মুক্তি প্রাপ্ত সমস্ত ছবির মূল প্রযোজক গৌরীই। ফারাহ খানের 'ম্যায় হুঁ না' ছবি দিয়ে প্রযোজনা শুরু।

'ওম শান্তি ওম' ছবিতে প্রযোজক হিসেবেই স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা যায় গৌরীকে।

২০১৭ সালে জুহুতে গৌরী খান নিজের ডিজাইন স্টুডিও লঞ্চ করেন। নাম দেন, 'গৌরী খান ডিজাইনস'।

গৌরী প্রযোজিত অন্যান্য ছবি হল, 'পহেলী', 'বিল্লু', 'অলওয়েজ কভী কভী', 'রা ওয়ান', 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার', 'চেন্নাই এক্সপ্রেস' ইত্যাদি।

গৌরী ও শাহরুখের তিন সন্তান। আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান।