করোনা আবহে চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস।

গত বৃহস্পতিবারই দেশে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান মেলে। আক্রান্ত কেরলের বাসিন্দা।

গোটা বিশ্বজুড়েই এই ভাইরাসঘটিত রোগের দাপট বাড়ছে। এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক মাঙ্কিপক্স সম্বন্ধে।

মাঙ্কিপক্স এক ধরনের ভাইরাসঘটিত রোগ। যা মূলত প্রাণীদের মধ্যে হয়। তবে, মানবশরীরেও সংক্রমিত হতে পারে।

কীভাবে এর প্রতিরোধ করবেন ? প্রথমেই, সংস্পর্শ এড়িয়ে যান।

কোনও আক্রান্তের সংস্পর্শে আসা বিছানা-সহ বিভিন্ন জিনিস স্পর্শ করা এড়িয়ে যান।

এই রোগের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আইসোলেশনের অভ্যাস গড়ে তুলুন

সকলকে হাত পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।

সংক্রমিত প্রাণী বা মানুষের সংস্পর্শে এলে ভাল করে হাত ধুয়ে নিতে হবে।

এছাড়া আপনি যদি কোনও সংক্রমিতের যত্ন নিচ্ছেন, তাহলে ভাল করে পিপিই কিট পরে নিন