ঘিয়ে চুল তাজা ! এমন কথা শুনেছেন কখনও ? খাবারের সঙ্গে ঘি দিলে যেমন স্বাদ বাড়ে, চুলে ঘি দিলে বাড়ি ঔজ্জ্বল্য।

এক চামচ ঘি সামান্য গরম করে নিন। তারপর চুলের উপর ম্যাসাজ করুন।

চুলের গোড়ায় বেশি ঘি দিলে চিটচিট করতে পারে। তাই ঘি মালিশ করুন চুলের দৈর্ঘের উপর।

খুশকির সমস্যায় ভুগছেন? সপ্তাহে দুবার চুলের গোড়ায় অল্প করে ঘি ম্যাসাজ করুন ।

স্ক্যাল্প শুকনো হয়ে যায় ? তবে ঘি আপনার উপকারে লাগতে পারে।

রুক্ষ চুল ? ২ টেবিল চামচ ঘি ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান।

২০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন । সারারাত চুলে ঘি লাগিয়ে রাখবেন না।

ঘি লাগানোর পর চুল ধুয়ে ফেলতে পারেন লেবুর জল দিয়ে। বাড়তি চমক আসবে।

আমলকির রস অথবা পেঁয়াজের রস দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন। চমক আসবে।

ঘি দিয়ে চুলের গোড়া ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়বে চুলের গোড়ায়।