অনেকেই সুযোগ পেলেই নখ মুখে পুরে দেন কাজ করার সময় অজান্তেই নখ দাঁতের কাছে চলে যায় নখ কাটার বদভ্যাস অনেকের মধ্যেই দেখা যায় এই বদভ্যাস বড় হয়েও অনেকেই ছাড়তে পারেন না হাতের নখে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া বাসা বাঁধে দাঁত দিয়ে নখ কাটার ফলে ব্যাকটেরিয়া মুখে চলে যায় দাঁত দিয়ে নখ কাটার ফলে নখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যায় ত তীক্ষ্ণতায় অনেক সময় নখের চারপাশের চামড়া কেটে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয় চলুন জেনে নেওয়া যাক কীভাবে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস রোধ করবেন সব সময় নখ ছোট করে রাখুন বড় নখে ময়লাও বেশি জমে নখের সৌন্দর্যতা বাড়াতে মাঝে মধ্যে ম্যানিকিওর করান