শুধু গরম ভাতেই নয়, ঘি কাজে লাগে রূপচর্চাতেও।



অতি শুষ্ক ত্বকে ম্যাজিকের মতো কাজ করে ঘি।



শীতে ত্বক খসখসে আঁশের মতো ? কয়েক ফোঁটা ঘি লাগান তো !



ঠোঁঠ ফেটেছে? ঘি এর প্রলেপ দিতে পারেন।



শীতে গলা ভেঙে গিয়েছে? সামান্য ঘি খেলে উপকার হতে পারে।



চোখের নিচে বলিরেখা দূর করতে ভাল কাজ করে ঘি।



কোনও জায়গা থেকে ছাল উঠতে শুরু করলে কাজে আসে ঘি।



বেসন ও ঘি এর ফেস প্যাক খুব উপকারী।



ডার্ক সার্কল দূর করতেও উপকারী ঘি



এ ছাড়া কোলেস্টেরল, ফ্যাট ইত্যাদির সমস্যা না থাকলে ঘি খেতে পারেনও স্বচ্ছন্দে, তবে পরিমিত।