বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুলের ঘনত্ব বৃদ্ধিতে দারুণ উপকারী কারিপাতা। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টস কারিপাতা মাথার ত্বকে রক্ত চলাচল সঠিক রাখতে সাহায্য করে ঘনত্ব বৃদ্ধির জন্য আমলকি, মেথি এবং কারিপাতাকে মিক্সিতে পেস্ট করে নিন তারপর তা স্কাল্পে ব্যবহার করুন। ৩০ থেকে ৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন যাঁদের চুলের ডগা ফাটার সমস্যা রয়েছে, তাঁদের জন্য অত্যন্ত উপকারী কারিপাতা কারিপাতায় রয়েছে প্রচুর অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। যা খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে দইয়ের সঙ্গে কারিপাতা ভালো করে পেস্ট তৈরি করে নিন। তারপর তা স্কাল্পে ব্যবহার করুন শুষ্ক চুলের সমস্যা, ক্ষতিগ্রস্ত চুলের সমস্যা দূর করতে কারিপাতার জুড়ি মেলা ভার একটি পাত্রে নারকেল তেল গরম করে নিন। তার মধ্যে কারিপাতা দিন। সেই তেল ঠান্ডা করে ছেঁকে চুলে ব্যবহার করুন পেঁয়াজের রসের সঙ্গে কারিপাতা পেস্ট তৈরি করে স্কাল্পে ব্যবহার করুন। এখঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। নিজেই তফাতটা বুঝতে পারবেন অকালে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যাও দূর করে কারিপাতা