Image Source: Pexels

প্রতিদিন জায়েটে বিভিন্ন ধরনের সব্জি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Image Source: Pexels

শুধু রান্নায় নয়, জুস হিসেবেও খাওয়া যায় বিভিন্ন আনাজ। যা ত্বকের জন্য খুব উপকারী।

Image Source: Pexels

হাইড্রেশন বা শরীরে পর্যাপ্ত জলের জোগান মেটাতেও কাজ করে আনাজের জুস। কী কী খাওয়া যেতে পারে?

Image Source: Pexels

বিটের জুস অত্যন্ত উপকারী, হার্ট থেকে হজমশক্তি সবকিছুর জন্য কাজে লাগে বিটের রস।

Image Source: Pexels

খাবারের পাতে শসা পরিচিত। মূলত স্যালাড হিসেবেই খাওয়া হয়ে থাকে। এর রসও উপকারী।

Image Source: Pexels

বিভিন্ন খনিজ, ফলেট, ভিটামিন কে, ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স রয়েছে শসায়, যা ত্বক ভাল রাখে।

Image Source: Pexels

সানবার্ন মেটাতে টোম্যাটো ব্যবহার হয়। এর রস ব্রণ, ফুসকুড়ি এবং অতিরিক্ত তৈলাক্তভাব কমাতে সাহায্য় করে।

Image Source: Pexels

বাঁধাকপি ও শসার রস মিশিয়ে খেয়ে দেখতে পারেন। ভিটামিন সমৃদ্ধ এই পানীয় ত্বকে বয়স রুখতে পারে।

Image Source: Pexels

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।