চোখের জলের দাম দেয় না কেউ, তাই ভাবেন আপনি ?



আপনি যদি মহিলা হন, তাহলে চোখের জলের দাম আছে, এমনটা বলছে গবেষণা ।



এক গবেষণা বলছে, নারীর অশ্রুর ঘ্রাণ কমাতে পারে পুরুষের আগ্রাসীভাব



পুরুষ রেগে আক্রমণাত্মক হয়ে উঠলে, তা অনেকটাই কমিয়ে দিতে পারে নারীর চোখের জল।



PLOS Biology থেকে প্রকাশিত এক গবেষণাপত্রে এই দাবি করা হয়েছে।



ওই গবেষণায় দাবি, নারীর চোখের জলের গন্ধে পুরুষের আগ্রাসী মনোভাব কমে যায় অন্তত ৪০ শতাংশ।



দেখা গেছে যে মহিলাদের চোখের জলে এমন রাসায়নিক থাকে যা আগ্রাসী পুরুষদের মস্তিষ্কের কার্যকলাপকে কমিয়ে দেয়



গবেষকরা জানিয়েছেন, অশ্রুর ঘ্রাণ শুঁকলে পুরুষের টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ কমে।



আর টেস্টোস্টেরন কমে গেলে তা আগ্রাসী আচরণ নিয়ন্ত্রণ করে।