বাংলার ঋদ্ধি বাংলার ঋদ্ধিমান সাহা রয়েছেন তালিকায় ক্যাপ্টেন কুল ধোনি চেন্নাই অধিনায়ক এম এস ধোনিও তালিকায় বুড়ো ফাফ ফাফ ডু প্লেসিও রয়েছেন তালিকায়। তিনি ৩৭ বছরের। ৩৭-এর ঋদ্ধি ৩৭ বছরের ঋদ্ধিমান গুজরাতের হয়ে খেলবেন সিএসকে অধিনায়ক সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি মহম্মদ নবি আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবি আটত্রিশের ব্র্যাভো ৩৮ বছর বয়সের ডোয়েন ব্র্যাভো কেকেআরে এবার ৩৭-র নবি নাইট শিবিরে খেলবেন মহম্মদ নবি সানরাইজার্সে খেলেছেন ঋদ্ধি এর আগে আইপিএলে কেকেআর, সানরাইজার্স, পঞ্জাবে খেলেছেন শেষ আইপিএল? চল্লিশের ধোনির শেষ আইপিএল হতে পারে