আগের প্রজন্মের সি-ক্লাসের তুলনায় নতুনটি সব দিক থেকেই বড়। নতুন সি-ক্লাস এখন আরও প্রিমিয়াম।

বাম্পার ডিজাইন প্লাস বড় 18 ইঞ্চির অ্যালয় হুইল গাড়ির লুক পুরো বদলে দিয়েছে।

বসার আসনের থাই সাপোর্ট থেকে আর্ম রেস্ট সবেতেই প্রিমিয়াম অনুভূতি পাবেন যাত্রী।

অল-আউট স্পোর্টি লুক দেওয়া হয়েছে C300d AMG মডেলকে। যা নজর কাড়বেই সবার।

বিশাল 11.9 ইঞ্চি স্ক্রিনের ডিসপ্লে দেওয়া হয়েছে গাড়িতে। যা অনেকটাই এস-ক্লাসের মতো দেখায়।

গাড়ির কেবিনেও ক্রোম, মেটাল টাচ দেওয়া হয়েছে। স্পিকার ডিজাইন এমনকী স্টিয়ারিং হুইলেরও ডিজাইন ল্যাঙ্গোয়েজ বদলে দেওয়া হয়েছে

নতুন C-Class-এ S-Class থেকে অনেক লেটেস্ট জেন ইলেকট্রনিক্স প্লাস ফিচার নেওয়া হয়েছে

নতুন সি-ক্লাস মডেল এখন আরও লম্বা। হুইলবেসও অনেকটাই বেশি। ফলে কেবিন স্পেসও প্রশস্ত ও আরামদায়ক।

তবে রুফলাইন নিচে হওয়ায় লম্বা যাত্রীদের জন্য গাড়িতে ওঠানামা অনেকটাই সমস্যা সৃষ্টি করে।

C300d -তে দেওয়া হয়েছে 550 Nm টর্ক সহ চার সিলিন্ডারের 265bhp ডিজেল ইঞ্জিন। যা এই সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী সি-ক্লাস।