Image Source: pixabay.com

অনেক খাবারই মধুমেহ রোগীরা খেতে পারেন না। আবার তার সঙ্গে নজর দিতে হয় শরীরচর্চাতেও

Image Source: pixabay.com

কিন্তু মধুমেহ রোগীরা কি বেসন খেতে পারেন? খেয়ে ফেললে কী হতে পারে?

Image Source: pixabay.com

বেসনকে উপকারী উপাদানের ভরা বলে থাকেন পুষ্টিবিদরা। বেসনে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ।

Image Source: pixabay.com

ছোলা থেকে তৈরি হয় বেসন। আর ছোলা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা অজানা নয় কারও

Image Source: pixabay.com

ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। কিন্তু এই উপকারী উপাদান কি মধুমেহ রোগীদের শরীরের জন্যও প্রযোজ্য?

Image Source: pixabay.com

চিকিৎসকরা সবসময়ই মধুমেহ রোগীদের পরামর্শ দিয়ে থাকেন যে, সাধারণ ময়দা থেকে তৈরি খাবার যত কম খাওয়া যায়।

Image Source: pixabay.com

কিন্তু বেসনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নেই। বেসন মধুমেহ রোগীদের শরীরে কোনও ক্ষতিকর প্রভাব ফেলে না

Image Source: pixabay.com

পুষ্টিবিদরা জানাচ্ছেন, মধুমেহ নিয়ন্ত্রণে রাখার ঘরোয়া উপাদান হল বেসন, নিয়ন্ত্রণে থাকে মধুমেহ। বহু মানুষেরই অজানা এর উপকারিতা।

Image Source: pixabay.com

কিন্তু অত্যধিক বেসন খেলে ওবেসিটির সম্ভাবনা বেড়ে যায়। শরীরে ক্যালোরির মাত্রা বেড়ে যায়। সেদিকেও নজর রাখা প্রয়োজন