পাঁচ দিনের দীপাবলি উৎসবের সূচনা হয় ধনতেরাস দিয়ে

আলোর উৎসবের দু'দিন আগে ধনতেরাস উদযাপন হয়

এবার ২২ অক্টোবর ধনতেরাস। শুভ এই মুহূর্তে মানুষ নতুন জিনিস কেনে

ধনতেরাসে পিতল, তামা, রুপো ও মাটির বাসন কিনতে পারেন

রান্নাঘরের তাক ভরিয়ে তোলার উৎসব এটি। যা আপনার সাফল্যের প্রতীক

এই সময়ে কিনতে পারেন ঝাঁটা

ধনতেরাসে ঝাঁটা কেনাকে শুভ বলে বিবেচনা করা হয়। সমৃদ্ধিকে স্বাগত জানানো হয়...

সোনা ও রুপোর জিনিস কিনতে পারেন

ধনতেরাসে সোনা বা রুপোর গয়না বা কয়েন সাফল্য ও সম্পদকে নির্দেশ করে, দীর্ঘস্থায়ী বিনিয়োগও

ধনতেরাসে ইলেকট্রনিক্সের জিনিস কিনতে পারেন