আর বয়সের পরিচয় নয়, পাল্টেছে পাকাচুলের সংজ্ঞা

বার্ধক্যের ঢের আগে, চুল পেকে যায় অনেকেরই

তবে চুলে পাক ধরলেই তা গুরুতর অসুখ নয়

জিনগত কারণেও পাকে চুল, পরিবার থেকেই ছড়ায়

থাইরয়েড থেকেও পাকে চুল, চিকিৎসকের পরামর্শ নিন

শুধু চেহারায় ছাপ পড়ে না, চুলও পাকে দুশ্চিন্তায়

ভিটামিন B12-এর ঘাটতিতেও পাক ধরে চুলে

অতিরিক্ত ধূমপান ডেকে আনে অকাল বার্ধক্য

নিজে নিজে চিকিৎসা নয়, পরামর্শ নিন চিকিৎসকের

কারণ না জেনে চুল পাকার প্রতিকার সম্ভব নয়