Image Source: Pexels

মেদ ঝরাতে নিয়মিত শরীরচর্চা করছেন। চলছে কড়া ডায়েটও। অথচ হয়তো অজান্তেই বেশকিছু ভুল করছেন আপনি।

Image Source: Pexels

দেখে নিন ডায়েটের সঙ্গে সঙ্গে কোন কোন কাজ ভুল করেও করবেন না। এর ফলে ওজন আরও বাড়তে পারে।

Image Source: Pexels

পর্যাপ্ত ঘুম প্রয়োজন। আর তা রাতেই দরকার। অসময়ে ঘুমোলে বাড়তে পারে মেদ।

Image Source: Pexels

ওজন কমাতে চাইলে অ্যালকোহল বিশেষ করে বিয়ার খাওয়া একেবারেই বাদ দিতে হবে। নাহলে বিপদ।

Image Source: Pexels

অতি অবশ্যই ব্রেকফাস্ট করুন। সকালের জলখাবার বাদ দেবেন না কোনওভাবেই।

Image Source: Pexels

খালি পেটে থাকবেন না। দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে ওজন কমার বদলে বেড়ে যাবে।

Image Source: Pexels

ডায়েটের পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও প্রয়োজন। তাহলে কমবে ওজন।

Image Source: Pexels

অতিরিক্ত স্বাস্থ্যকর খাবারদাবার খেলেও হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

Image Source: Pexels

বাজার চলতি ডায়েট ফুড বা লো ফ্যাট লেবেলহাত খাবার খাওয়া থেকে একেবারেই বিরত থাকুন।

Image Source: Pexels

সব ধরনের খাবারই খেতে হবে। কোনও এক ধরনের খাবার খাওয়া বন্ধ করে দিলে সেই উপাদানের ঘাটতি দেখা দিতে পারে শরীরে।