বহু ক্ষেত্রেই আমাদের ভেজা চুল আঁচড়ে ফেলতে হয়। বা অনেকেরই অভ্যাস থাকে ভেজা চুল আঁচড়ানোর

এর ফলে সরু দাঁড়াওয়ালা চিরুনি ব্যবহার করলে প্রচুর পরিমাণে চুল ওঠে। এর কারণ একটাই

স্নান করার পর আমাদের চুলের গোড়া নরম হয়ে যায়। আর এই অবস্থায় চুল আঁচড়ালে তা উপড়ে আসে খুব সহজেই

যদি একান্তই ভেজা চুল আঁচড়ানোর প্রয়োজন হয়, তাহলে স্নানের পর হেয়ার সিরাম ব্যবহার করুন বা হালকা তেল ব্যবহার করুন

স্নান করার পর চুল সবার আগে ভালো করে শুকিয়ে নেওয়া প্রয়োজন। তারপরই তা বাঁধা উচিত। চুল শুকিয়ে নিন তারপর যেমন খুশি স্টাইল করুন

স্নান করার পর চুল শুকনোর জন্য অনেকেই হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর ফলে চুলের মারাত্মক ক্ষতি হয়

ভেজা চুলে শুয়ে থাকা বা ঘুমিয়ে পড়ার অভ্যাসও রয়েছে বহু মানুষের। যত ক্লান্তিই থাকুক না কেন, চুল সম্পূর্ণ শুকনো হওয়ার পরই শোওয়া উচিত

হেয়ার ড্রায়ার ব্যবহারে চুলের ডগা ফেটে যাওয়া, চুল রুক্ষ হয়ে যাওয়া এবং আরও নানা সমস্যা দেখা দেয়

এমন সময় স্নান করুন, যার পর বেশ কিছুক্ষণ আপনি শুকনো করে নেওয়ার সময় পাচ্ছেন

অনেকেই স্নান করার পর ভেজা চুল শক্ত করে বেঁধে রাখেন। এর ফলে ঠান্ডা লাগার সমস্যা দেখা দেয় এবং খুসকির সমস্যাও দেখা দিতে পারে