ঘন, লম্বা এবং মজবুত চুলের অধিকারী হতে কে না চায় কিন্তু ধুলো, ধোঁয়া এবং দূষণের কারণে এমন মনের মতো চুল কতজন আর পেতে পারেন এছাড়াও খাদ্যাভ্যাস এবং নানারকম শারীরিক অসুস্থতার কারণেও চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেওয়ার পর বহু মানুষই চুলে কন্ডিশনার ব্যবহার করেন বহু মানুষের আবার এমন ধারণা রয়েছে যে, কন্ডিশনার ব্যবহারের কারণেই বুঝি চুল পড়ার সমস্যা দেখা দেয় কিন্তু এই ধারণাকে একেবারেই অসত্য বলছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, কন্ডিশনার ব্যবহারের ফলে একেবারেই চুল পড়ার সমস্যা দেখা দেয় না কন্ডিশনার ব্যবহার করার পর তা সঠিকভাবে জল দিয়ে ধুয়ে ফেলার দিকেও নজর রাখা দরকার জট পড়া চুল আঁচড়াতে গেলে চুল ছিঁড়ে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে। কন্ডিশনার ব্যবহার করলে চুলে জট পড়ার সম্ভাবনা অনেক কমে যায় কন্ডিশনার চুলকে মোলায়েম রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা দূর করতে সাহায্য করে কন্ডিশনার চুলকে আরও উজ্জ্বল করে তুলতে কন্ডিশনারের জুড়ি মেলা ভার। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন