শীতকালে চুল পড়ার সমস্যা অনেকের ক্ষেত্রেই দেখা যায়। বিশেষত শীতকালে চুলে দেখা দেয় খুশকির সমস্যা। এছাড়াও শীতকালে ভীষণ ভাবে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায় অনেকের। এইসব সমস্যার কারণে চুল পড়ার সমস্যা দেখা দেয়। সেই সমস্যা কীভাবে এড়াবেন দেখে নিন। সবার প্রথমে চুল পরিষ্কার রাখার দিকে নজর রাখুন। চুল পরিষ্কার থাকলে চুল পড়ার সমস্যা কমবে। ভেজা চুলে বাড়ির বাইরে বেরোবেন না। চুল ভেজা থাকা অবস্থায় চুল বাঁধলে গোড়া আলগা হয়ে যায়। চুলের গোড়া আলগা হয়ে গেলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। চুল রুক্ষ শুষ্ক হয়ে গেলে অবশ্যই শ্যাম্পু করার আগে অয়েল ম্যাসাজ করে নিন। খুব গরম জল দিয়ে কখনই চুল ধোবেন না। এতে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। মাঝে মাঝে মাথায় অয়েল ম্যাসাজ করুন। এর ফলে ব্লাড সার্কুলেশন ভালভাবে হয় স্ক্যাল্পে। হেয়ার ফলের সমস্যা কমতে পারে।