চাকরি করার পাশাপাশি অনেকেই বিভিন্ন ধরনের কোর্স করে থাকেন। এগুলি মূলত বিভিন্ন প্রফেশনাল, ডিপ্লোমা- এ জাতীয় কোর্স হয়।

চাকরির সঙ্গে সঙ্গে সার্টিফিকেট কোর্স করার পাশাপাশি অনেকে পড়াশোনা করতে করতে পার্ট-টাইম চাকরিও করে থাকেন।

চাকরি করতে করতে পড়াশোনা হোক বা উল্টোটা, দু'ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখা খুবই প্রয়োজন।

কীভাবে ওয়ার্ক লাইফ এবং পড়াশোনার জগতের মধ্যে ভারসাম্য বা ব্যালান্স রাখবেন? এর জন্য রইল সহজ কিছু টিপস।

একসঙ্গে সব কাজ করতে যাবেন না। একটা করে কাজ আগে শেষ করে নিন। তারপর নতুন কাজ শুরু করুন।

পরে করবেন বলে কোনও কাজ ফেলে রাখা উচিত নয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যখনকার কাজ তখনই করে নেওয়া ভাল।

চাকরি করতে করতে পড়াশোনা বা উল্টোটা, যেটাই আপনি করুন না কেন, সবার আগে একটা পরিকল্পনা বা ছক বানিয়ে নেওয়া জরুরি।

চাকরি করার সঙ্গে কোনও কোর্স করলে আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনার এইচআর, ম্যানেজার- এঁদের বিষয়টি বিস্তারিত জানিয়ে রাখুন।

পড়াশোনার সঙ্গে সঙ্গে চাকরি করলে সামাল দেওয়া একটু মুশকিল। এক্ষেত্রে কখন, কীভাবে পড়াশোনা করবেন সেটা আগে ছকে রাখুন।

এই পরিস্থিতিতে মানসিক চাপ বাড়তে পারে। সেক্ষেত্রে মেডিটেশন এবং শরীরচর্চায় কিছুটা সময় দিলে উপকার পাবেন।